1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিচারবহির্ভূত হত্যা পছন্দ করেন না হাইকোর্ট - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

বিচারবহির্ভূত হত্যা পছন্দ করেন না হাইকোর্ট

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৪ জুলা, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: বিচারবহির্ভূত হত্যা পছন্দ করি না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বরগুনার রিফাত হত্যার মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন নিয়ে শুনানির সময় আজ বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই মন্তব্য করেন।

আদালত বলেন, বরগুনার রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি। কেউ তাকে লালন করেছে।

অগ্রগতির তদন্ত প্রতিবেদন জমা দেন বরগুনার পুলিশ সুপার ও জেলা প্রশাসক। আদালত আরও বলেন, বিচারবহির্ভূত হত্যা পছন্দ করি না।

এর আগে, প্রতিবেদনে দাবি করা হয়, আত্মরক্ষার স্বার্থে প্রধান আসামি নয়নের ওপর গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ।

প্রতিবেদনে জানানো হয়, এজাহারভুক্ত ৫ এবং সন্দেহভাজন ৪ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে।

রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজী (২৩), ৪ নম্বর আসামি চন্দন (২১), ৯ নম্বর আসামি মো. হাসান (১৯), ১১ নম্বর আসামি মো. অলিউল্লাহ অলি (২২) ও ১২ নম্বর আসামি টিকটক হৃদয় (২১)। আর সন্দেহভাজন গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাজমুল হাসান (১৯), তানভীর (২২), মো. সাগর (১৯), কামরুল হাসান সাইমুন (২১) ও রাফিউল ইসলাম রাব্বি।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST