বিক্ষোভকারীরা বাসভবন ঘেরাও করার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নিজের বাসভবন ছেড়ে পালিয়ে গেছেন।
শনিবার (৯ জুলাই) প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
শ্রীলঙ্কাভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বাসভবনে প্রবেশ করেছে।
রয়টার্স জানায়, স্থানীয় নিউজফার্স্ট চ্যানেলের ভিডিও ফুটেজে দেখা গেছে, শ্রীলঙ্কার পতাকা ও হেলমেট হাতে কিছু বিক্ষোভকারী প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছে।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। তবুও প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও থেকে বিক্ষুব্ধ জনতাকে থামাতে পারেনি।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, হাজার হাজার বিক্ষোভকারী ব্যারিকেডের কয়েকটি স্তর ভেঙে প্রেসিডেন্ট ভবনের প্রধান ফটকে পৌঁছেছে এবং পুলিশকে এলাকা থেকে সরে যেতে দেখা গেছে। ফাঁকা গুলির শব্দ শোনা গেছে এবং একটানা কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছোড়া হয়েছে।
মার্চ থেকে হাজার হাজার বিক্ষোভকারী রাজাপাকসের পদত্যাগের আহ্বান জানিয়ে আসছিল। শ্রীলঙ্কা একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিএ/