খবর২৪ঘণ্টা ডেস্ক: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সোমবার বিকেল ৩টায় পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে গণফোরামের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম গণমাধ্যমকে বলেন, সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
জানা গেছে, ঐক্যফ্রন্টের প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলা, গণগ্রেফতার ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎসহ সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন ড. কামাল হোসেন।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।