খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: “আগুন লেগেছে লেগেছে লেগেছে আগুন।” টলিউড সুন্দরী নুসরতের এক ছবিতে আগুন লেগেছে সোশ্যাল মিডিয়ায়। পিচ গলা শহরে রোদে স্বস্তির সবুজ নয়! বরং গরমে সবুজের নতুন সমীকরণ তৈরি করলেন তিনি।
কিছুদিন আগে শেষ হয়েছে বিরসার ‘ক্রিসক্রস’ শ্যুটিং। ব্যস্ত শিডিউডে গাপিং পেয়েছে কিছুদিনের। যা নায়িকা ফিলআপ করেছেন হলিডে দি। কলকাতার গরম থেকে স্বস্তি পেতে নায়িকা গিয়েছেন ইন্দোনেশিয়ায়। যেখান থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন তিনি।
এই ছবি গুলির মধ্যেই রয়েছে সেই ছবি। যেখানে সবুজ রঙেন বিকিনিতে হট অবতারে দর্শন দিয়েছেন অভিনেত্রী। ছবিটি নুসরত তুলেছেন বালি-র হিলটন রিসর্টে।
খবর২৪ঘণ্টা.কম/জন