1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে সঠিক পথেই আমরা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২০ জানয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে সঠিক পথেই আমরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপটেম্বর, ২০২২

অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। নতুন করে অন্ধকার তো আমাদের ভয় পাওয়ানোতে অক্ষম। জীবনের অনেক শখ, স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে এই অন্ধকারেও তো আমরা কারাগারে কত রাত জেগেছি, দলদাস পেটোয়া বাহিনীর নির্যাতন সহ্য করছি, মিছিল করছি, মিটিং করছি ।

একদিকে পকেট গড়েরমাঠ, অন্যদিকে তীব্র মানসিক অশান্তি নিয়েও এই অন্ধকারেই স্বপ্ন দেখেছি, তাকে বুকে আগলে পথ চলছি। অনেকসময় জোরে হাঁটতে না পারলে ধীরগতিতে, তাও না পারলে হামাগুড়ি দিয়েছি। কিন্তু এগিয়েছি। এই কাঁটাভরা পথে রক্তাক্ত হয়েও জিতেছি, নয় শিখেছি। হারিনি কখনো।

সেখানেই হঠাৎ আলোর খোঁজ পেতেই পারেন। কালও হতে পারে বা কয়েকটা দিন পর। এত আক্রমণও আমাদের ভাঙতে পারে নি। আর শেষবেলায় আমাদের ভেঙে পড়তে ভালো লাগবে? দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে সঠিক পথেই এগোচ্ছি। বিশ্বাস রাখুন।

সংগঠন ও সাংগঠনিক নিয়মের উপর ভরসা রাখুন। এরাই তো আমাদের বড় করেছে। আদর্শ ও সংগঠন ছাড়া আমাদের আর আছে কি?

হাওয়ার দিক পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে..। দমদমে এর আভাস পেতে পারে আগামীকালই। আর তা না হলে, আর কয়েকটা দিন। ওই খানিকটা দূরে. এগিয়ে আসছে আপনার দিকে.!

প্রত্যক্ষভাবে বিএনপি’র আন্দোলন ইতিহাসের পাতায় অক্ষরের ফাঁকে (আমার মত) সেমিকোলন, হাইফেনরা থাকবে বা থাকবে না- এই উত্তর সময় দেবে।
কিন্তু আপনারা থাকবেন, মানুষ থাকবে একবুক সাহস আর ভালোবাসা নিয়ে।

সময়ের সাথেসাথে স্লোগান বদলাবে, মিছিলের অভিমুখ বদলাবে, মুখ বদলাবে সাথে ইতিহাস অবিনশ্বর ত্যাগী ও নির্যাতিতদের বার্তা নিয়ে “জনগণই সকল ক্ষমতার উৎস”
একমাত্র শক্তি, একমাত্র সত্যি । বিশ্বাস করুন.
এটাই সত্যি।

বার্তা প্রেরকঃ
মোঃ শরিফুল ইসলাম জনি
সিনিয়র যুগ্ম-আহ্বায়ক
রাজশাহী মহানগর যুবদল ।

সাবেক,সাধারণ সম্পাদক
রাজশাহী জেলা ছাত্রদল।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST