নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিএনপির মেয়র প্রার্থী বুলবুলের ধানের শীষের পক্ষে পথসভায় চলাকালে বোমা হানলার ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আশফারাফুল ইসলাম হিমেল নামের একজন কে আটক করেছে পুলিশ। সে নগরীর বোয়ালিয়া থানার বোসপাড়া এলাকার আনারুলের ছেলে।
গতকাল মঙ্গলবার রাতে নগরীর বোয়ালিয়া থানার এসআই শামীম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।
বোয়ালিয়া থানার ওসি আমানউল্লাহ বলেন, বিএনপির নির্বাচনী প্রচারণায় বোমা হামলার ঘটনায় আজ্ঞাতনামা ৮ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। একজন কে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেনের পক্ষে পথসভা করছিলেন কেন্দ্রীয় নেতারা। পথসভার শেষের দিকে ও প্রধান অতিথি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্য চলাকালে মোটরসাইকেলযোগে আসা কয়েকযুবক পথসভার পাশে ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে টিকাপাড়ার দিকে দ্রুত পালিয়ে যায়।
এতে পথসভাটি পণ্ড হয়ে যায়। বোমার স্পিন্টারের আঘাতে চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাভিশনের ব্যুরো প্রধান সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য ও স্থানীয় দোকানদার স্বপন কুমার দাস আহত হন। তাদের রামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
খবর ২৪ ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।