1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিএনপির কাউন্সিলর পদে যারা মনোনয়ন পেলেন - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১৭ জানয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

বিএনপির কাউন্সিলর পদে যারা মনোনয়ন পেলেন

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্ুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে নগর বিএনপি প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই তালিকা প্রকাশ করা হয়।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, মহিলাসহ মোট ৫৫ প্রার্থী দেওয়া হয়েছে।

যারা মনোনয়ন পেলেন

১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে সিরাজুল ইসলাম রাসেদ, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে মো. ইয়াকুব চৌধুরী, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড মো. ইলিয়াছ, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে মাহাবুবুল আলম, ৫ নম্বর মোহরায় মো. আজম, ৬ নম্বর পূর্ব ষোলশহরে হাসান লিটন, ৭ নম্বর পশ্চিম ষোলশহরে ইসকান্দর মির্জা, ৮ নম্বর শুলক বহরে হাসান চৌধুরী, ৯ নম্বর উত্তর পাহাড়তলীতে আবদুস সাত্তার সেলিম, ১০ নম্বর উত্তর কাট্টলীতে রফিক উদ্দিন চৌধুররী, ১১ নম্বর দক্ষিণ কাট্টলীতে সোহরাব হোসেন চৌধুরী, ১২ নম্বর সরাইপাড়ায় শামসুল আলম, ১৩ নম্বর পাহাড়তলী, জাহাঙ্গীর আলম দুলাল, ১৪ নম্বর লালখান বাজারে আবদুল হালিম (শাহ আলম), ১৫ নম্বর বাগমনিরাম, চৌধুরী সাইফুদ্দিন রাসেদ সিদ্দিকী,

১৬ নম্বর চকবাজারে এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া, এ কে এম আরিফুল ইসলাম, ১৮ নম্বর পূর্ব বাকলিয়ায় মো. মহিউদ্দিন, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ইয়াসিন চৌধুরী, ২০ নম্বর দেওয়ান বাজার হাফিজুল ইসলাম মজুমদার মিলন।

২১ নম্বর জামালখানে আবু মো. মহসিন চৌধুরী, ২২ নম্বর এনায়েত বাজার এম এ মালেক, ২৩ নম্বর উত্তর পাঠানটুলিতে মো. মহসিন, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে এস এম ফরিদুল আলম, ২৫ নম্বর রামপুরায় শহীদ মো. চৌধুরী, ২৬ নম্বর উত্তর হালিশহর মো. আবুল হাশেম, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদে মো. সেকান্দর, ২৮ নম্বর পাঠানটুলিতে এস এম জামাল উদ্দিন জসিম, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়িতে মো. সালাহ উদ্দিন, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়িতে হাবিবুর রহমান, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড দিদারুর রহমান লাভু, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড সৈয়দ আবুল বসর, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজারে আকতার খাঁন, ৩৪ নম্বর পাথরঘাটা ইসমাইল বালি, ৩৫ নম্বর বক্সিরহাট অ্যাডভোকেট তারিক আহমদ, ৩৬ নম্বর গোসাইল ডাঙ্গায় মো. হারুন (ডক), ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর মো. ওসমান,

৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর হানিফ সওদাগর, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর সরফরাজ কাদের, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা মো. হারুন, ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা মো.নুরুল আফছার।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১,২,৩) ওয়ার্ড রোকসানা বেগম,( ৪,৫,৬) ওয়ার্ড শাহেনেওয়াজ চৌধুরী মিনু, ( ৭,৮ ওয়ার্ড) জিন্নাতুন নেছা জিনু, (৯,১০,১৩ ওয়ার্ড) সকিনা বেগম, (১৪,১৫,২১) মনোয়ারা বেগম মনি, (১৭,১৮,১৯) মাহমুদা সুলতানা ঝর্ণা, ( ১৬, ২০, ৩২) অ্যাডভোকেট পারভীন আক্তার চৌধুরী, (২২,৩০,৩১) আরজুন নাহার মান্না,( ১২,২৩,২৪) খালেদা বোরহান, ( ১১,২৫,২৬) জেসমিনা খানম, (২৮,২৯,৩৬) কামরুন নাহার লিজা, (২৭,৩৭,৩৮) সাহিদা খানম, (৩৩,৩৪,৩৫) মনোয়ারা বেগম, (৩৯,৪০,৪১) জাহিদা হোসেন ।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST