বগুড়া প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপিকে ভেঙে ফেলতে সরকার বিভিন্ন এজেন্সি দিয়ে বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে সরকার। কিন্তু পারছে না। সরকার দলীয় নেতাকর্মীদের সকল চেষ্টা ব্যর্থ হলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে দেয়া হলো। খালেদা জিয়াকে কারাগারে নিয়েও সরকারের কৌশল সফল হলো না। তারা চেয়েছিল, খালেদা জিয়াকে জেলে নিলে বিএনপি রাস্তায় গাড়ি ভাঙবে, আগুন দেবে। এতে করে বিএনপিকে সন্ত্রাসী দল বলতে পারবে। কিন্তু বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে। বিএনপি এখন সবচেয়ে বেশী শক্তিশালী ও ঐক্যবদ্ধ। তাই ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারামুক্ত করে আগামীদিনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।
শুক্রবার বিকেলে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বগুড়া জেলা বিএনপির প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, বিএনপি নেতা আলী আজগরন তালুকদার হেনা, লাভলী রহমান, কেএম মাহবুবর রহমান হারেজ, আব্দুল মান্নান, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, রেজাউল করিম বাদশা, অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান, মীর শাহে আলম, এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, শহীদ উন নবী সালাম, মেহেদী হাসান হিমু, সিপার আল বখতিয়ার প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ