খবর২৪ঘণ্টা, ডেস্ক: দেশের চলমান রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে কথা বলতে বিএনপির স্থায়ী কমিটি এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা পৃথকভাবে বৈঠকে বসবেন। এ ছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও বৈঠকে বসবেন আজ।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার বিকাল ৫টায় বিএনপির স্থায়ী কমিটির নেতারা চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৬টায় ২০ দলের নেতারা বৈঠক করেবন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ দুটি বৈঠক অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, রাত ৮টায় বিশিষ্ট আইনজীবী ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বৈঠকে বসবেন। তবে কোথায় তারা বৈঠকে বসবেন তা জানা যায়নি।
সর্বশেষ গত বৃহস্পতিবার ২০ দলীয় জোটের নেতারা বৈঠকে বসেন। কিন্তু সে বৈঠক মুলতবি করা হয়। সে সময় সংশ্লিষ্টরা সাংবাদিকদের জানান, আজকের বৈঠকটি শনিবার করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/জন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।