1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিএনপি নেতা মিলনের সাথে পবা ছাত্রদলের সৌজন্য সাক্ষাত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

বিএনপি নেতা মিলনের সাথে পবা ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০


সংবাদ বিজ্ঞপ্তি : পবা উপজেলো নব গঠিত ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্যরা আজ মঙ্গলবার বিকেলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ পূর্ণবাসন সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারন সম্পাদক, এ্যাডভোকেট শফিকুল হক মিলন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময়ে মিলন বলেন, ছাত্রদল হচ্ছে বিএনপি’র বুকের বল। ছাত্রদল নেতৃবৃন্দ সর্বদা আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থাকে। তিনি ছাত্রদল নেতৃবৃন্দকে কারো কথায় বিভ্রান্ত না হয়ে একতাবদ্ধ হয়ে দেশের এবং দলের কাজ করার নির্দেশনা দেন।
তিনি আরো বলেন, দেশ এখন কঠিন সময় পার করছে। এই সরকারের আমলে কেউ নিরাপদ নয়। তারা আজকে বিএনইপি তথা তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী,

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালি করতে এবং দেশকে এই অবৈধ সরকারের কবল থেকে রক্ষা করতে জেল জুলুম মাথায় নিয়ে কমিটেতে নাম লিখিয়েছে। এই সাহসিকতা আজীবন ধরে রাখতে হবে বলে নেৃতৃবৃন্দদের পরামর্শ দেন তিনি। যারা সাহকিতা ও সততার সাথে দল করবে, তারা একদিন উপরে উঠবেই বলে উল্লেখ করেন মিলন। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং এই স্বৈরাচার অনির্বাচিত সরকারের কবল থেকে দেশকে রক্ষা করার সকল প্রকার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার ছাত্রদল নেতাকর্মীদের আহবান জানান তিনি। বক্তব্য শেষে আহবায়ক কমিটির সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিলন। এরপর তিনি নওহাটা পৌর ছাত্রদল নেতৃবৃন্দ এ্যাডভোকেট শফিকুল হক মিশনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময়ে অন্যদের মধ্যে রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, কৃষকদল কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর কৃষকদলের আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, কেশরহাট বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক মেয়র আলাউদ্দীন আলো, পবা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জেবার আলী, রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, পবা থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ ছোট, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক জিয়াউর রহমান জনি, পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলামিন, সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন, সোহেল রহমান, হাসান আলী, নাজমুল হোসেন, জাহিদ আক্তার লিটন, মাসুদ রানা, সুমন আহম্মেদ, গোলাম মাওলা প্রিন্স, সদস্য আসলাম হুমায়ন, মাহাবুর, হাসান তারেক, অনন্ত ও ইয়ামুল ইসলাম জনি উপস্থিত ছিলেন।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST