1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিএনপি জোট ২৫১টি সিট পেয়ে সংসদ গঠন করবে: মিনু - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

বিএনপি জোট ২৫১টি সিট পেয়ে সংসদ গঠন করবে: মিনু

  • প্রকাশের সময় : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : 
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষে শনিবার বিকেলে মহানগর যুবদল আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ স্ইুট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা,সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং জাতীয় ঐক্য ফ্রন্ট রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ও বিএনপি মনোনীত রাজশাহী সদর আসনের প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু। সভা পরিচালনা করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। অন্যদের মধ্যে মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, সহ-সভাপতি সোহেল রানা সরকার দিপু, আনোয়ার হোসেন কাজল, আবু হেনা মোহাম্মদ শাহীন রান্টু ও আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, হাশেম শেখ, রাজন, মনিরুল ইসলাম, সালাউদ্দিন বিপ্লব, নাজির হাসান ও রেজাউল করিমসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, আসছে সংসদ নির্বাচন অত্যন্ত কঠিন এবং সমিকরণ অত্যন্ত জটিল। আওয়ামী লীগ মরন কামড় দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এছাড়া বিএনপি’র নেতাকর্মীদের বিপদে ফেলার জন্য উস্কানীমূলক কথা ও আচরণ শুরু করেছে। এই সরকার তাদের অত্যাচার ও দুর্নীতির কারনে জনরোষ থেকে নিজেদের বাঁচাতে পুণরায় ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিএনপি নেতারা যেন নির্বাচনে দাঁড়াতে না পারে তার জন্য জঘন্য নির্দেশনা কোর্টকে দিয়ে দেওয়া হচ্ছে। এই ষড়যন্ত্র রুখতে এবং দেশের জনগণকে অত্যাচারী সরকারের কবল থেকে মুক্ত করতে এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে ও তারেক জিয়াকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে বিএনপি জোটের বিজয় ছাড়া অন্য কোন পথ নেই বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেন। তিনি আরো বলেন, যুবকরাই পারে এই বিজয় ছিনিয়ে আনতে। তিনি যুবদলকে মূখ্য ভূমিকা পালন করার

পরামর্শ প্রদান করেন। সেইসাথে সেন্টার কমিটিগুলোতে তাদের মধ্যে থেকে তরুন ও সাহসী নেতাকর্মীকে অন্তর্ভূক্ত করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকে নির্দেশনা দেন। এছাড়াও নির্বাচনের আগের দিন থেকে ভোট সেন্টার শক্ত হাতে পাহারা দেওয়ার পরামর্শ প্রদান করেন তিনি। সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনের মাঠে থাকবেন এবং সকল নেতাকর্মী নিয়ে নির্বাচন সেন্টার পাহারা এবং ভোট গননা না হওয়া পর্যন্ত সেন্টার ও বুথ পাহারা দেবেন বলে দলের পক্ষ থেকে যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিশ্রতি দেন।

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST