খবর ২৪ ঘণ্টা ডেস্ক :
বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শুক্রবার সকালে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, আমরা আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। রাজনৈতিক অঙ্গনে বিএনপির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এটা আমরা আগেও বলছি, এখনো বলছি।
অতীতের যে কোন সময়ের তুলনায় আগামী নির্বাচনের ভালো হবে দাবি করে সিইসি বলেন, নির্বাচনের পরিবেশ ভালো হওয়ায় সব দলই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তা ছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবার জন্য সমান সুযোগ তৈরি করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। সাংবাদিকরা জিজ্ঞেস করেন, ইসি সবসময় বলে আসছে তারা সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চান, তবে বিএনপি যদি ওই নির্বাচনে না আসে, তা হলে সেটাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে কি না?
এমন প্রশ্নের জবাবে, কে এম নুরুল হুদা বলেন, বিএনপিকে ছাড়া কখনোই বলা যাবে না, নির্বাচন সব দলের অংশগ্রহণে হয়েছে। অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গণে গুরুকত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এটা আগেও বলেছি, এখনও বলছি। তাই আশা করছি, বিএনপি অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ আমরা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবো।