বিউটিশিয়ানদের ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ফ্রী ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা রাজশাহীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর চেয়ারম্যান তুর্য নাসির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মূল সমন্বয়কারী হৃদয় সরকার, টিম লিডার সাইকা শিল্পী ও স্থানীয় সমন্বয়কারী হৈমন্তী হিমু। প্রস্তুতি সভায় রাজশাহীর ৫০ জন বিউটিশিয়ান অংশগ্রহণ করেন। সভায় বিউটিশিয়ানদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এই শিল্পকর্মকে আরো গণমুখী করার তাগিদ দেয়া হয়।
এস/আর