নিজস্ব প্রতিবেদক : বাসা বাড়িতে বা বিভিন্ন স্থানে কোচিং চলছে এমন অভিযোগের পর রাজশাহীর ডিসি কোচিং সেন্টার সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোচিং বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আজ সোমবার রাতে তিনি তার ফেসবুক পোস্টে এ কথা জানান। রাজশাহীর ডিসি হামিদুল হক বলেন, জীবন আগে নাকি শিক্ষা আগে? করোনা
পরিস্থিতিতে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রেখেছেন। এরপরও কিছু অতি উৎসাহী অভিভাবক তার সন্তানদের বাসাবাড়িতে কোচিং করাচ্ছেন এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই তিনি সংশ্লিষ্টদের এ কাজ না করতে নির্দেশনা দিয়ে বলেন, যদি তারা এ কাজ বন্ধ না করেন তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার সন্তানকে নিরাপদ রাখুন, নিজে নিরাপদ থাকুন।
এমকে