খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: বিমানবন্দরে ভক্তদের অপেক্ষা। হেঁটে সামনের দিকে আসছেন ‘বাহুবলী’ তারকা প্রভাস। তাকে দেখে ভক্তরা ছবি তুলতে এগিয়ে আসছেন। এক নারী ভক্ত নায়কের সঙ্গে ছবি তোলার পর হঠাৎই গালে চড় বসালেন! অবাক হলেও ঘটনাটি সত্য। অবশ্য ঘটেছে যুক্তরাষ্ট্র।
ইনস্টাগ্রামে আপলোড করা ভিডিওতে দেখা যায়, লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে হেঁটে যাচ্ছিলেন প্রভাস। হঠাৎই তাকে দেখে উচ্ছ্বসিত এক তরুণী সেলফি তুলতে চাইলেন, প্রভাসও কোনো দ্বিধা না করে ছবিও তুললেন তার সঙ্গে। কিন্তু তারপর যা ঘটল শুনলে আপনিও হতবাক হবেন।
ছবি তোলার পর হঠাৎই লাফাতে লাফাতে গিয়ে প্রভাসের গালে চড় মেরে চলে যান ওই তরুণী। আকস্মিক এই ঘটনায় অপ্রস্তুত প্রভাস হেসেই ফেলেন। পরক্ষণে আবারও আরেক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাকে।
ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে, চোখের সামনে প্রিয় তারকাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন ওই তরুণী। তাই বলে এমন কাণ্ড যে তিনি করবেন, তা হয়ত আশাতীত নয়।
প্রসঙ্গত, এই মুহূ্তে প্রভাস তার আগামী ছবি ‘সাহো’ নিয়ে ব্যস্ত রয়েছেন। আমেরিকা, দুবাইসহ বিভিন্ন প্রান্তে হচ্ছে এই ছবির শ্যুটিং। সাহোতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।
ভিডিওটা দেখতে ক্লিক করুন
খবর২৪ঘণ্টা, জেএন