খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: বাহুবলী নিয়ে তো প্রচুর মাতামাতি হয়েছে৷ বক্স-অফিসে প্রথম থেকেই ঝড় তুলেছে প্রভাসের এই বিগ বাজেটের ছবি৷ কিন্তু এবার সেই বাহুবলীকেই নাকি টেক্কা দিতে আসছে বীর যোদ্ধা মহাবলী৷ খবর অন্তত তেমনটাই৷ সব রেকর্ড ভাঙতে তৈরি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি৷ এই মহাবলীও বাহুবলীর মতো তৈরি হচ্ছে পাঁচটি ভাষাতে৷ সম্প্রতি মুক্তি পেয়েছ ছবির ফার্স্ট লুক৷
বীর যোদ্ধা মহাবলীতে ভোজপুরী ছবির জনপ্রিয় অভিনেতা দিনেশ লাল যাদব নিরহুয়া রয়েছেন মুখ্য চরিত্রে৷ ভোজপুরি ছাড়াও বাংলা, তামিল, তেলুগু, হিন্দিতে দেখা যাবে এই ছবি৷ ছবির পরিচালক ইকবাল বক্শ৷
অনেকের মতে, বাহুবলীর সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই মহাবলীর৷ ছবিতে নিরহুয়ার বিপরীতে দেখা যাবে আম্রপালি দুবে-কে৷ দুই তারকার জুটি এমনিতেই জনপ্রিয়৷ আর এই জুটিকে ভরসা করেই বাহুবলীকে টেক্কা দেওয়ার স্বপ্ন দৌজড়ে মহাবলী৷ চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি৷ আর স্বপ্নের দৌড়ে সফল হল কিনা এই যোদ্ধা, জানান দেবে বক্স-অফিস৷
খবর২৪ঘণ্টা.কম/রখ