খবর ২৪ ঘন্টা ডেস্ক :
বাহুবলী ২’ দক্ষিণের ছবি হলেও ভারতের বক্স অফিসের নানা রেকর্ড ভেঙে দিয়েছিল। মুক্তির পরই ছবিটি একের পর এক রেকর্ড গড়েছিল। এ ছাড়া ভারতের প্রথম ছবি হিসেবে আয়ও হাজার কোটি রুপি ছাড়ায়। সেই প্রভাস–আনুশকার ‘বাহুবলী ২’–এর রেকর্ড ভেঙেছে সার্জিক্যাল স্ট্রাইকের ওপর ভিত্তি করে তৈরি ছবি ‘উরি’।ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী ২’–এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘উরি’। মুক্তির ২৩ ও ২৪তম দিনে দক্ষিণের অভিনেতা প্রভাসের সিনেমাটি আয় করেছিল যথাক্রমে ৬ কোটি ৩৫ লাখ এবং ৭ কোটি ৮০ লাখ রুপি। সেখানে ভিকি কৌশল অভিনীত সিনেমাটি আয় করেছে ৬ কোটি ৫৩ লাখ এবং ৮ কোটি ৭১ লাখ রুপি। এখন পর্যন্ত ‘উরি’র মোট আয় ১৮৯ কোটি ৭৬ লাখ রুপি। কয়েক দিনের মধ্যে সিনেমাটি ২০০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে সিনেমা বিশ্লেষকদের ধারণা।
২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকে বড় ধরনের সাফল্য পান ভারতীয় সেনাসদস্যরা । উরিতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনী পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনার গল্প নিয়ে নির্মিত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। নতুন বছরের শুরুতে মুক্তি পেয়ে বক্স অফিসে বেশ ব্যবসা করে যাচ্ছে ছবিটি। ১১ জানুয়ারি মুক্তির পর চার সপ্তাহ পেরিয়ে গেলেও দর্শক হলে গিয়ে ছবিটি দেখছেন। আর তাই ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী ২’–এর রেকর্ড ভেঙেছে ‘উরি’। মুক্তির ২৩ ও ২৪তম দিনে প্রভাস–আনুশকা শেট্টি–তামান্না ভাটিয়ার ছবিটি আয় করেছিল যথাক্রমে ৬ কোটি ৩৫ লাখ এবং ৭ কোটি ৮০ লাখ রুপি। সেখানে ভিকি কৌশল অভিনীত সিনেমাটি আয় করেছে ৬ কোটি ৫৩ লাখ এবং ৮ কোটি ৭১ লাখ রুপি। এখন পর্যন্ত ‘উরি’র মোট আয় ১৮৯ কোটি ৭৬ লাখ রুপি।
সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘উরি’ মানুষের হৃদয় জয় করেছে। ছবিটি নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। ৪৯ কোটি রুপি ব্যয়ে তৈরি ছবিটি ২০০ কোটির ক্লাবে শিগগিরই ছাড়িয়ে যাবে।২০১৯ সালের প্রথম ব্লকবাস্টার ছবি ‘উরি’। দর্শকদের ব্যাপক আগ্রহ ও সমালোচকদের প্রশংসায় সিনেমাটি মুক্তির মাত্র ১০ দিনেই বক্স অফিসে আয় করে ১০০ কোটি রুপি। ‘উরি’তে অভিনয় করেছেন ‘সঞ্জু’ সিনেমার প্রশংসিত অভিনেতা ভিকি কৌশল। চতুর্থ সিনেমাতে তিনি দারুণ সাফল্য পেলেন। এতে ভিকি ছাড়াও অভিনয় করেছেন ইয়ামি গৌতম, মহিত রাইনা ও পরেশ রাওয়াল।সম্প্রতি ভিকি কৌশল সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। ভিকি এখন করণ জোহরের সিনেমা নিয়ে ব্যস্ত।
খবর ২৪ ঘণ্টা/আর