বিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় রোগীবাহী সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আন্দিউড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রসুলপুর গ্রামের কদ্দুছ মিয়ার মেয়ে লুপা আক্তার (৬) ও তার ভাই মোশাররফের (৩) পরিচয় মিলেছে। তবে নিহত আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল ইসলাম জানান, একটি অটোরিকশা উপজেলার জগদীশপুর তেমুহনা থেকে রোগী নিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। পথে বিপরীতদিক থেকে আসা একটি বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই লুপা আক্তার ও অপর একজন মারা যান। দুর্ঘটনায় আহত হন ছয়জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যায় লুপার ভাই মোশাররফ।
জেএন