খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীতে বাসের চাপায় একাত্তর টেলিভিশনের বিপণন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন (৪০) নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে জাহাঙ্গীর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক লে. কর্নেল মো. ছগির মিয়া জানান, বাসচাপায় গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারকে হাসপাতালে আনা হয়। পরে দুপুর ১২টা ১৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা বলেন, সকালে ভিআইপি পরিবহনের একটি বাস জাহাঙ্গীর গেট এলাকায় আনোয়ার হোসেনের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান। তখন ওই বাসের দুটি চাকা তার পায়ের উপর দিয়ে চলে যায়।
তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ঘাতক বাসটি জব্দ করা হয় এবং তার চালককে আটক করা হয়।
খবর ২৪ঘণ্টা/ নই