লক্ষ্মীপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১ কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (১ আগস্ট) চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকার কাঠালি গ্রামের মানিক হোসেনের ছেলে মো. আকাশ (১৩)।
আহতরা হলেন, পারভিন আক্তার, মনির হোসেন ও মোসলেহ উদ্দিন। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টায় যাত্রীবাহী বাসটি নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের দিকে আসছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিল। পরে ঘটনাস্থল পৌঁছালে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিচালক ও পাঁচ যাত্রী আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, আহত অবস্থায় হাসপাতালে ছয়জনকে আনা হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, মঙ্গলবার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএ/