1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বার্সায় ফিরতে চান নেইমার! - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

বার্সায় ফিরতে চান নেইমার!

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক:গত বছর নেইমারের দলবদল নিয়ে কম নাটক হয়নি। পিএসজিতে যাওয়া নিয়ে কত গুঞ্জন কত রিপোর্ট প্রকাশ হয়েছিল। নতুন বিস্ফোরক খবর, বার্সা ছাড়ার সিদ্ধান্তে অনুতপ্ত নেইমার ফিরতে চান বার্সায়!

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভো’র বরাত দিয়ে ‘গোল ডট কম’ বলছে, লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে এসে পিএসজিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নেইমার এবং বার্সায় প্রত্যাবর্তনের জন্য কি করতে হবে সেটি জানতে চান ব্রাজিলিয়ান সেনসেশন।

গত বছরের আগস্টে বিশ্ব রেকর্ড (২২২ মিলিয়ন বা ২২ কোটি ইউরো) গড়ে বার্সা অধ্যায়ের (২০১৩-১৭) ইতি টানেন নেইমার। তার ট্রান্সফার ফি টাকার অঙ্কে ২ হাজার ২৬৬ কোটি ১১ লাখের বেশি।

সূত্রমতে, মুন্ডো দেপোর্তিভোর রিপোর্টে আরও বলা হয়েছে, প্যারিসে আরও এক মৌসুম কাটিয়ে ২০১৯ সালে স্পেনে ফেরার প্রচেষ্টা চালাবেন ২৬ বছর বয়সী নেইমার।

সাম্প্রতিক সময়ে নেইমারকে ভাগিয়ে নিতে রিয়াল মাদ্রিদের নাম জোরেসোরেই শোনা যাচ্ছে। এ নিয়ে আলোচনা সবার মুখেমুখে। এখন সেখানে বাড়তি মাত্রা যোগ পেল নেইমারের বার্সায় ফেরার আগ্রহের খবরে।

ছবি: সংগৃহীতএতো ব্যয়বহুল ট্রান্সফারে নেইমারকে এনে অত সহজে কি ছাড়বে পিএসজি? স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’র বরাত দিয়ে গোল ডট কম বলছে, রিয়াল ইতোমধ্যেই জেনেছে নেইমারকে পেতে হলে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। সংবাদমাধ্যমটির দাবি সম্ভাব্য দলবদল নিয়ে মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে দেখাও করেছেন নেইমারের বাবা।

যদিও পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি জোর গলায় বলছেন নেইমার বিক্রির জন্য নয়। তাই রিয়াল ভালো করেই জানে নেইমারকে ফ্রেঞ্চ জায়ান্টদের কাছ থেকে আলাদা করতে কি করতে হবে। মোটা অঙ্কের লোভনীয় প্রস্তাবই একমাত্র উপায় হতে পারে। দলবদলের বাজারে যে যেকোনো কিছুই যে সম্ভব। আকাশছোঁয়া মূল্যে নেইমারের পিএসজিতে যোগ দেওয়ার ঘটনায় স্পষ্ট কোনো কিছুই আর অসম্ভব নয়!

শেষ পর্যন্ত নেইমারের স্পেনে প্রত্যাবর্তন হবে কিনা তা সময়েই বলে দেবে। বার্সায় ফিরে গেলে সেটি হবে নিঃসন্দেহে আরও বড় নাটক। কাতালান সমর্থকরা সেটি কিভাবে গ্রহণ করবেন সেটিও বড় প্রশ্ন। এই সুযোগটিও নিতে চাইবে রিয়াল। নেইমারের পূর্বসূরী রোনালদোও ক্লাব ক্যারিয়ারে বার্সা ছেড়ে ইন্টার মিলান হয়ে বার্সার

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST