1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বান্দরবানে ২৫ আগ্নেয়াস্ত্র ও দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

বান্দরবানে ২৫ আগ্নেয়াস্ত্র ও দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্ুয়ারী, ২০১৮
বান্দরবানে ২৫ আগ্নেয়াস্ত্র ও দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বান্দরবানের লামা উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ২৫টি আগ্নেয়াস্ত্র ও দুই হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আটক করা হয়েছে চারজনকে। বৃহস্পতিবার দিনগত রাতে (১৫ ফেব্রুয়ারি) ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুর্গম রোয়াজাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- ছাইলুং মারমা (৩৫), সুইচামং মারমা (৩৪), মেফা মারমা (৪১) ও ঐক্য মারমা (৪০)। তারা সবাই একই ইউনিয়নের বাসিন্দা।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান, বৃহস্পতিবার রাতে রোয়াজাপাড়া এলাকায় কক্সবাজারের র‌্যাব-৭ এর একটি টিম অভিযান চালায়। এ সময় এই এলাকা থেকে ২৫টি দেশি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে আটক করা হয়। তবে অভিযানের পরপরই উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতদের নিয়ে কক্সবাজার চলে যায় র‌্যাবের দলটি। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ১৪টি এসবিবিএল ও ১১টি ওয়ানশুটার গান রয়েছে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এখনই বিস্তারিত বলতে পারবো না। শিগগিরই সব তথ্য জানানো হবে। তবে আটককৃতরা সবাই অস্ত্র বিক্রিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST