বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ২০১৮- ২০১৯ মেীসুমে উপশি আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে । দুপুরে রোয়াংছড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বান্দরবান কৃষি উপ পরিচালকের কার্যালয়ে কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরন করা হয়। এই সময় কৃষি উপ- পরিচলক মো: আলতাব হোসেনের উপস্থিতিতে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে অনান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের কৃষি আহব্বায়ক কমিটির সদস্য ক্যসাপ্রু মারমা, রোয়াংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা সহ আরো অনেকে ।
রোয়াংছড়ি কৃষি কর্মকর্তা জানান তারা রোয়াংছড়ির ৪ টি ইউনিয়নের ২১০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ ,২০ কেজি ইউরিয়া সার, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও উফশি কৃষকের মাঝে নগত ৫০০ টাকা এবং নেরিকা কৃষকের মাঝে নগত ১০০০ টাকা পরিচর্যা বাবদ দেওয়া হয়েছে ।
খবর২৪ঘণ্টা.কম/নজ