বান্দরবান প্রতিনিধি:গত দুইদিনের টানা বর্ষনে বান্দরবানের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার সকালে বান্দরবানের পলুপাড়া ব্রীজ প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে উভয় পাশে আটকা পড়ে যানবাহনসহ যাত্রীরা।
এদিকে জেলার সাংগু ও মাতামুহুরী নদীর পানি বাড়ার কারনে জেলার লামা উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও্ নদী তীরবর্তী ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসন মাইকিং করে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে। প্রসঙ্গত, প্রতিবছর বান্দরবান জেলায় বর্ষা মৌসুমে পাহাড় ধসে বান্দরবানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।
খবর ২৪ঘণ্টা/ নই