1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বান্দরবনে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সেনাবাহিনীর - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

বান্দরবনে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সেনাবাহিনীর

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন পাড়া ও দূর্গম এলাকার কর্মহীন দরিদ্র মানুষের হাতে  ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছে বান্দরবান সেনা জোন।

২৫ এপ্রিল (শনিবার) সকাল থেকে  এ সকল ত্রান ও খাদ্য সামগ্রী  কর্মহীন দারিদ্র মানুষদের কাছে পৌঁছে দেয়া হয়।রোয়াংছড়ির সাব জোন কমান্ডার মেজর সায়াদ শাহরিয়ার খালেক ও ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শরিফুল ইসলাম এর নেতৃত্ব একদল সেনা সদস্য এ সকল ত্রান সামগ্রী কর্মহীন দরিদ্র মানুষদের কাছে পৌঁছে দেন।

এছাড়াও বান্দরবান সদর উপজেলায় জোন স্টাফ অফিসার লেঃ শিহান মুনির ও লেঃ সাজ্জাদুর রহমান এর নেতৃত্বে কালাঘাটা, স্টেডিয়াম পাড়া, রোয়াছড়ি বাস স্ট্যান্ডসহ পৌর এলাকার বিভিন্ন জায়গায় কর্মহীন দরিদ্র মানুষদেরকে ত্রান ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসময়ে দুই উপজেলার প্রায় দের শতাধিক পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। 
এ প্রসঙ্গে ত্রান বিতরণকারী সেনা কর্মকর্তাগণ বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি কর্মহীন দরিদ্র মানুষদের ত্রান ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করে যাচ্ছি যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 
 

প্রসঙ্গতঃ করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক গত ২৪ মার্চ ২০২০ হতে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে। 
তারই প্রেক্ষিতে বান্দারবান সেনা জোন কর্তৃক প্রতিদিন বিভিন্ন ভাবে  এলাকার অসহায়, দুস্থ জনগনকে সাহায্য সহযোগীতা করে আসছে। সেনা জোন হতে  বিভিন্ন এলাকায় করোনা মোকাবেলায় মেডিকেল সাপোর্ট এর পাশাপাশি  সচেতনতা বৃদ্ধির  করার লক্ষে বিভিন্ন প্রচারণা, লিফলেট, মাইকিং, চেকপোস্টে সতর্কতা, ডিসইনফ্যাকশন সিস্টেম  ব্যবস্থা চালু রেখেছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে তারা বিভিন্ন স্থানে ও দুর্গম পাড়ায় সাধারণ মানুষকে ত্রান পৌছে দিচ্ছে। এছাড়াও প্রতিনিয়ত অত্যন্ত দারিদ্র জনগোষ্ঠী যাদের খাদ্য সংরক্ষন এবং রান্না করার সামর্থ নেই তাদের জন্য শুষ্ক খাবারসহ রান্না করা খাবার নিয়মিত নিরাপদ ভাবে পৌছে দিচ্ছে । সবার নিরাপত্তার জন্য  জোন কর্তৃক ফেস মাস্ক, হ্যন্ড সেনিটাইজার বিতরণ করাও চলমান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST