পুঠিয়া প্রতিনিধি: রাজশাহী জেলার পুঠিয়ার বানেশ্বরে নিজ শয়নকক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বানেশ্বর নামাজগ্রামের পাল পাড়ায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ হলেন, নামাজগ্রাম পালপাড়া গ্রামের রতন পালের স্ত্রী ববিতা রানী পাল (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা ওসি (তদন্ত) রাকিবুল হাসান।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে রতন পাল ও তার মা বাড়িতে না থাকায় রতন পালের স্ত্রী ববিতা রানী পাল নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে রতন পালের মা বাড়িতে এসে ঘররে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও ঘরের দরজা না খোলায় প্রতিবেশিদের সাহায্যে দরজা ভেঙ্গে ঘরে প্রবশে করে। পরে ঝুলন্ত অবস্থায় ববিতা রানী পালের লাশ দেখে তারা পুলিশে খবর দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি প্রাথমিক ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি (তদন্ত) রাকিবুল হাসান আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সমিতির টাকা ও পারিবারিক অভাব অনটনের জন্য ববিতা রানী পাল আত্মহত্যা করেছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
খবর২৪ঘণ্টা.কম/নজ