পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় নিজ শয়ন কক্ষ থেকে এক যুবকের গোলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এ ঘটনা ঘটে । পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন আহম্মেদ জানান, নামাজগ্রাম পূর্বপাড়া গ্রামের মোবারক হোসেন (গােবরা) ছেলে সুজন (১৮)।
জানা যায়, পারিবারিক কোলহের জের ধরে রাত ১০ টার দিকে তার নিজ শয়ন কক্ষে ঘরের তীরের গলায় ফাঁস দেয়। পরে সুজনের পরিবারের লোকজন এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও দরজা না খোলায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে। পরে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটির ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছেখবর ২৪ঘণ্টা/ নই