রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর বাজারে ওসমান ট্রেডার্সে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা করেছেন বানেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও তার লোকজন। ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী।
অভিযোগ সূত্রে প্রকাশ, বুধবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে ওসমান ট্রেডার্সে (সার, কীটনাশকের দোকান) আবুল কালাম আজাদের নির্দেশে ও তার ছেলে জুয়েলের নেতৃত্বে ৩০/৪০ ব্যক্তি দেশীয় অস্ত্র দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি দিতে অস্বীকার করলে তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয় চাঁদাবাজরা। এসময় ওসমান আলীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দিয়েছে তারা। পরে জোর করে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
ওসমান আলী জানান, তিনি দীর্ঘদিন বানেশ্বর ব্যবসায়ী সমিতির সম্পাদক ও ইজারাদার ছিলেন। তিনি আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। অতীতে বানেশ্বর বাজারে এ ধরনের ঘটনা ঘটেনি। এ ঘটনার বিচার চান তিনি।
এদিকে এবিষয়ে জানতে পুঠিয়া থানার ওসি সাইদুর রহমানকে ফোন দেওয়া হলে তাতে সাড়া দেননি তিনি। তবে অপর এক কর্মকর্তা জানান, অভিযোগটি মামলায় পরিনত হয়েছে কিনা এটা এখন বলব না। আইনে কাউকে ছাড় দেওয়া হবেনা।
বিএ…