পুঠিয়া প্রতিনিধিঃ সারাদেশে যখন করোনা ভাইরাস এ মানুষ আতঙ্কে, আতঙ্কিত মানুষ হয়ে পড়েছে ঘর বন্দি। অনাহারে দিনকাটালেও লজ্জায় মুখ ফুটে
চাইতে পারছেন না এমতাবস্থায় “মাসীহা প্রতিবন্ধী কল্যান ফাউন্ডেশন”রাজশাহীর জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বরে ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে
৫০০টাকা করে আর্থিক সাহযোগীতা প্রদান করেছেন। বুধবার দুপুর থেকে
বিতরন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি সারওয়ারমুর্শেদ এর সভাপতিত্বে, পুঠিয়া
উপজেলা সমাজসেবা অফিসের সহকারী অফিসার মোঃ সফিক সাহেবের উপস্থতিতে এসহযোগিতা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনর নির্বাহী পরিচালক মোঃ আঃরহিম, বানেশ্বরের বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব ওসমান আলী, বানেশ্বর ইউপি ২ওয়ার্ডে সদস্য আঃ আজিজ, বানেশ্বর বণিক সমিতির সাবেক সভাপতি আজিজুল বারীমুক্তা ও বাধন সমবায় সমিতির সম্পাদক সফিক সাহেব এবং আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খবর২৪ঘন্টা/বিআর/নই