রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। বুধবার (১৩ অক্টোবর) রাতে তিনি বানেশ্বরে সর্বাজনীন মন্দির ও পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ-উপলক্ষ্যে ডিআইজি মহোদয়কে বরন করতে রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান হাজার খানেক সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন।
শোভাযাত্রাটি বানেশ্বরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুজামন্ডপে গিয়ে ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করেন।
পুজামন্ডপ পরিদর্শন শেষে ডিআইজি দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম, পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের রহমানসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা,স্থানীয় প্রশাসন,স্থানীয় নেতৃবৃন্দ ও পুজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ প্রমূখ।
বিএ/