1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাজেট অধিবেশন শুরু ৫ জুন - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

বাজেট অধিবেশন শুরু ৫ জুন

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্কজাতীয় সংসদের ২০১৮-১৯ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হবে ৫ জুন (মঙ্গলবার)। বর্তমান সরকারের এ মেয়াদে এটিই শেষ বাজেট অধিবেশন।

ওইদিন বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের এ অধিবেশন শুরু হবে।

এর দু’দিন পর বৃহস্পতিবার (০৭ জুন) ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের।

অধিবেশন শুরুর ঘণ্টাখানেক আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এর সময়সীমা নির্ধারিত হবে। দেশের ইতিহাসে ৪৭তম এবং বর্তমান সরকারের পঞ্চম বাজেট এটি।

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত নিজের ১২তম বাজেট পেশ করবেন। বিএনপি নেতা প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানও ১২টি বাজেট দিয়ে গেছেন। মুহিত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলের অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পেশ করেন ১৯৮২-৮৩ অর্থবছরে।

বাজেট পেশের পর প্রথা অনুসারে শুক্রবার (০৮ জুন) এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে ৩০ জুনের ম‌ধ্যে পাস হবে।

আগামী ০১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

অর্থমন্ত্রীর বিভিন্ন আলোচনার সূত্র ধরে ধারণা করা হচ্ছে, এবার বাজেটের আকার হবে চার লাখ ৬০ হাজার কোটি টাকারও বেশি। যা হবে দেশের ইতিহাসে সর্ববৃহৎ আকৃতির বাজেট।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team