খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বাজারে এসে গেল ক্ষুদে কম্পিউটার ‘লিভা কিউ’। এটি তৈরি করেছে তাইওয়ানের কোম্পানি এলিটগ্রুপ কম্পিউটার সিস্টেম। দৈর্ঘ ও প্রস্থে মাত্র ৭০ এমএম। ফলে হাতের তালুতে চলে যাবে এই কম্পিউটারটি।
লিভা কিউ-তে রয়েছে ৪ জিবি র্যা ম, ৩২ জিবি স্টোরেজ। এটিতে রয়েছে ইন্টেল অ্যাপোলো লেক এসওসি প্রসেসর। উইন্ডোজ ১০ সিস্টেমে চলে লিভা কিউ।
কম্পিউটার হলেও ইন্টারন্যাল স্টোরেজ খুবই কম হওয়ায় সমস্যা হতে পারে। তাই এটিতে মাইক্রো এসডি কার্ড স্লটের ব্যবস্থা রয়েছে। ওই কার্ড ব্যবহার করে এটির স্টোরেজ বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। ওজন মাত্র ২৬০ গ্রাম।
লিভা কিউ হল ক্ষুদ্রতম পাম সাইজ পকেট পিসি। এটির ৩২ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে প্রায় ১৭,৫০০ টাকা। বিভিন্ন ই-কমার্স কোম্পানি থেকে এটি কেনা যাবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ