বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ৮২০ বোতল ফেন্সিডিল ও একটি ডিঙি নৌকা জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নিচে পদ্মার নদীর মধ্যে থেকে এগুলো জব্দ করা হয়েছে।
জানা যায়, চোরাকারবারীরা পাঁচটি সাদা প্লাস্টিকের বস্তায় ভরা ডিঙি নৌকা বোঝায় করে ফেন্সিডিল নিয়ে ভারতীয় সীমান্ত পার হয়ে মীরগঞ্জের দিকে আসছিল। এই সময় মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। এই সময় চোরাকারবারীরা বিজিবি ক্যাম্পের সদস্যদের উপস্থিত টের পেয়ে ডিঙি নৌকা ও ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।
মীরগঞ্জ সীমান্ত বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান ফেন্সিডিল ও নৌকা জব্দ করার বিষয়ে নিশ্চিত করে বলেন, ৮২০ বোতল ফেন্সিডিল ও একটি ডিঙি নৌকার মুল্য নিধারণ করা হয়েছে প্রায় তিন লক্ষ ৩১ হাজার ৫০ টাকা।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।