বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার(০৩-০৭-১৮) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মীরগঞ্জ মহদীপুর এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার মীরগঞ্জ গ্রামের খেদুর মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম ও একই গ্রামের আবদুল মজিদের ছেলে মহিদুল ইসলাম ভারতীয় সীমন্ত এলাকা থেকে ৩০০ বোতল ফেন্সিডিল বস্তায় করে বাঘার দিয়ে আসছিল। তারা উপজেলার মীরগঞ্জ মহদীপুর এলাকায় পৌছালে বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের ফেন্সিডিলসহ আটক করে। তারা দুইজন এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি রয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, তাদের ফেন্সিডিলসহ আটক করে থানায় আনা হয়েছে। বুধবার তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হবে। এছাড়া তাদের পরিবারের লোকজনও এ ব্যবসার সাথে জড়িত রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।