নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় হাজার পিস ইয়াবাসহ মহাব্বত আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তি বাঘা উপজেলার মহদীপুর মীরগঞ্জ এলাকার মৃত মুছাহাকের ছেলে। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে তাকে আটক করা হয়। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতিকুর এর নেতৃত্বে ডিবির একটি দল বাঘার মহদীপুর মীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মহাব্বত আলীকে আটক করে। এ ব্যাপারে বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এস/আর