রাজশাহীর বাঘায় ভুটভুটির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধান অবস্থায় আজিজুল হক নামের এক পোস্ট মাস্টারের মৃত্যু হয়েছে। তিনি বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের রাহাত আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তেথুলিয়া দিঘা সড়কে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে নিজ অফিস থেকে বের হয়ে তেথুলিয়া দিঘা সড়ক দিয়ে বাঘা-আড়ানী সড়কের দিকে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর বেপরোয়া গতির ভুটভুটির
ধাক্কায় আহত হন। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় ভুটভুটিটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এস/আর