বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় স্বামী-স্ত্রীকে ৫৬ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। সোমবার(০৯-০৭-১৮) রাত তাদের নিজ বাড়ি উপজেলা জোতরঘু দক্ষিণপাড়া থেকে আটক করা হয়। আটককৃত স্বামী তসলিম উদ্দিন ও স্ত্রী পারভীন বেগম। তারা উভয়ে স্বামী-স্ত্রী দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, চোলাই মদ ও গাঁজার ব্যবসা করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার(১০-০৭-১৮) সকালে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের থানার পুলিশ জেল হাজতে প্রেরণ করেন।
অপর দিকে উপজেলার আড়ানী চকসিংগা গ্রামের বিদ্যুত হোসেন নামের এক যুবককে রাজশাহী র্যাব-৫ এর একটি বিশেষ দল ইয়াবাসহ আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে আড়ানী পৌর বাজার থেকে তাকে আটক করা হয়েছে।
বাঘা থানার ওসি রেজাউল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।