বাঘা(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় মাইক্রাবাসে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর পিতা বাচ্চু। মঙ্গলবার বাঘা থানায় এ অভিযোগ করেছেন তিনি।
সুত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে কেশবপুর উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন বাচ্চুর ৯বম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রী। পথিমধ্যে ফাঁকা রাস্তা থেকে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। বাড়িতে ফেরা না দেখে,পরে খোঁজ খবর নিয়ে জানতে পারেন একই উপজেলার হাবাসপুর গ্রামের কটার ছেলে সেলিম,মনিগ্রামের ফরমানের ছেলে রাজিবের সহযোগিতায় তাকে অপহরণ করেছে। পরে সেলিম ও
রাজিবের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন ওই ছাত্রীর পিতা বাচ্চু।
অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান,এবিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তবে কোন বন্ধুর প্রেমে পড়ে যেতে পারে কিনা,সি বিষয়টি খতিয়ে দেখা হবে
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।