1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাঘায় স্কুল ছাত্রের ৩দিন পর নিখোঁজ হয়েছে আরও এক যুবক, সন্ধান মেলেনি কারোই - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

বাঘায় স্কুল ছাত্রের ৩দিন পর নিখোঁজ হয়েছে আরও এক যুবক, সন্ধান মেলেনি কারোই

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

বাঘা প্রতিনিধি: বাঘায় চাকরির সন্ধ্যানে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে সেলিম রেজা নামে এক যুবক। ১২ দিন আগে সে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার কোন সন্ধান পাচ্ছেনা স্বজনরা। সে রাজশাহীর বাঘা উপজেলার জোত কাদিরপুর গ্রামের মুত আব্দুল মান্নানের ছেলে। এ ব্যাপারে শনিবার (২৮-০৪-১৮) বাঘা থানায় সাধারন ডায়রি করেছেন ছোটবোন শিমলা।

সেলিমের স্ত্রী আরজিনা জানান, সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন। আট মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। স্থানীয় বাজারে ষ্টুডিও’র দোকান ছিল তার। নারায়নগঞ্জে কোম্পানীতে চাকরির কথা বলে চলতি মাসের ১৭ তারিখ সকাল ৬ টায় বাড়ি থেকে বের হন। এর পর সর্বশেষ কথা হয় ওইদিন সকাল৭টা ৪১ মিনিটে। দুপুরে মুঠোফোনে কথা হয়েছে সেলিমের চাচাতো ভাই লালনের সাথে। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ছোট বোন শিমলা জানান, পরিবারের পক্ষ থেকে নিকট আত্মীয়সহ বিভিন্নভাবে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি। অবশেষে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে তার সন্ধান না পেয়ে মানষিকভাবে ভেঙ্গে পড়েছেন স্বজনরা।

উল্লেখ্য, এর আগে ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) থেকে নিখোঁজ রয়েছে, মানিক নামের নবম শ্রেণীর এক ছাত্র। তার বাড়ি উপজেলার ঢাকাচন্দ্রগাথি গ্রামে। বিকেল ৩টার দিকে ক্ষেতের সবজি বিক্রির জন্য গ্রামের বাজারে গিয়ে নিখোঁজ হয় সে। এর পর থেকে সেও আর বাড়ি ফিরেনি। ১৬ এপ্রিল তার চাচা রবিউল ইসলামও থানায় সাধারণ ডায়রি করেছেন।

অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, বিষয়টি বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। তাদের উদ্ধারসহ নিখোঁজের রহস্য উদঘটনের তদন্ত অব্যাহত রয়েছে। তবে সেলিমের বাড়ি সীমান্ত এলাকায় হওয়ায়,দেশের গন্ডি পেরিয়ে ভারতে যেতে পারে কি-না,সে বিষয়েও তদন্ত করে দেখা হবে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST