বাঘা (রাজশাহী) প্রতিনিধি: স্বাধীনতার ৪৭ বছরের ইতিহাসে এক সঙ্গে ২৭১টি কলেজ সরকারি করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। রাজশাহীর ৭টি কলেজের মধ্যে সরকারি হিসেবে গৌরব অর্জন করেছে,বাঘা উপজেলা প্রান কেন্দ্রে অবস্থিত শাহ্দৌলা কলেজ। নতুন শাহদৌলা কলেজটি ১৯৭২ সালে ৫.০৮ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শিক্ষক-কর্মচারির সংখ্যা ৭৫ জন। এর মধ্যে কর্মচারি রয়েছে ১৩জন। শিক্ষার্থীর সংখ্যা ২হাজার ৬৪১জন। কলেজের গর্ভনর বডি ও শিক্ষক-কর্মচারিসহ,এলাকাবাসির প্রাণের দাবি ছিল কলেজটিকে সরকারি করণের। যা বাস্তাবায়িত হলো বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে। চলতি বছরের ৮ আগস্ট থেকে সরকারি হিসেবে কার্যকর হয়েছে।
নতুন সরকারি করা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুদ্দিন সরকার বলেন,‘জাতীরজনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপ নেওয়ায় তাকে অভিনন্দন। শিক্ষামন্ত্রীসহ যারা এই কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞ। কলেজকে সরকারিকরণ করায়- শিক্ষক-কর্মচারি ও এলাকাবাসি অভিনন্দন জানিয়েছেন,বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি ও স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক ও বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাঘা-চারঘাটের উন্নয়নের রুপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম (এম.পি)কে।
উল্লেখ্য,সরকারি স্কুল ও কলেজবিহীন উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মাউশির (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর) কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে স্থাবর, অস্থাবর সম্পদ, শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত তথ্যসহ আনুষঙ্গিক সব তথ্য সংগ্রহ করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেন। জাতীয়করণের তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির সব সম্পত্তি ২০১৭ সালের ১৪ মে সরকারকে ডিট অব গিফট (দানপত্র) দলিল করে দিয়েছেন প্রতিষ্ঠান প্রধান।