বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ বাঘায় শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে জামাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে স্ত্রীসহ শ্বশুর বাড়ির ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন জামাই।
অভিযোগ সুত্রে জানা গেছে, ৭/৮ বছর আগে উপজেলার খায়েরহাট গ্রামের মুরাদ প্রামানিকের মেয়ে সাথী খাতুনের বিয়ে হয় একই গ্রামের আফজাল প্রামানিকের ছেলে খোকনের সাথে। বিয়ের পর থেকেই কারণে-অকারণে স্ত্রীর কথা বার্তাসহ ব্যবহার ছিল অসহনীয়। এভাবেই অতিবাহিত সংসার জীবনে দু’টি পুত্র সন্তানও জন্ম নেয়।
সর্বশেষ ১০ জুলাই স্বামীর অনুপস্থিতে ওই সন্তান দু’টো রেখে পিতার বাড়িতে চলে যায় সাথী খাতুন। ওইদিন সন্ধ্যা ৭টায় স্ত্রী, সাথীর ভাই পিপলু মোবাইল ফোনে খোকন (স্বামী)কে তার শ্বশুর বাড়িতে ডাকে। স্ত্রীকে নিজ বাড়িতে নেওয়ার জন্য শ্বশুর বাড়িতে যান খোকন। রাত আনুমানিক ৯টায় স্ত্রী সাথীসহ তার ভাই পিপুল ও অপর আত্নীয় কামাল ফকির এবং সালাম ফকির অকঢ্য ভাষায় গালাগাল করে। নিষেধ করলে তারা একযোগে লাঠি ও বিদেশী টর্চ লাইট দিয়ে শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি মারধর করতে খাকে। এক পর্যায়ে গলা টিপে ধরে শ^াসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে বাঘা হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
স্বামীর নির্যাতন সইতে না পেরে পালিয়ে এসেছেন বলে জানান সাথী খাতুন। এবিষয়ে কথা বলার জন্য অভিযোগ তদন্তকারি অফিসার বাঘা থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) ইউসুফ আলীর সাখে মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।