বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা সদরে অবস্থিত শাহদৌলা কলেজে এইচএসসি ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাশ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু করা হয়েছে। রোববার (১-৭-১৮) সকাল ১১ টায় আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে কলেজ মিলনায়তনে উদ্বোধনী ক্লাশ শুরু করা হয়।
এর আগে কলেজের অধ্যক্ষ মোঃ নুরুদ্দীন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজ প্রতিষ্ঠাকালিন সদস্য এ্যাডভোকেট আব্দুল হান্নান, সহকারি অধ্যাপক শতদল কুমার পাল, সহকারি অধ্যাপক আব্দুল মজিদ, আইসিটি বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক আমিরুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক সুখী পান্ডে, ইংরেজী বিভাগের প্রভাষক মাসুদ রানা, অর্থনীতি বিভাগের প্রভাষক আতাউর রহমান,উৎপাদন ব্যবস্থাপণা ও বিপনণ বিভাগের প্রভাষক সালাউদ্দীন ও প্রভাষক রেজাউল করিম পলাশ।
নবাগত ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,মিঠন,সাবিনা ইয়াসমিন,শরিফুল, লিভা,আরাফাত রহমান ও দেবী পান্ডে।
প্রভাষক আহম্মেদ বেলাল ও প্রভাষক আব্দুল হানিফ মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে একাডেমিক ক্যালেন্ডার প্রদান হয়। উপস্থিত ছিলেন, কলেজের সকল শিক্ষকগন।
কলেজ সুত্রে জানা যায়, এই শিক্ষা বর্ষে বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ মিলে ৪’শ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এছাড়া ওই অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষের হাতে প্রভাষক সুখী পান্ডের লিখিত রাজশাহী জেলার “একাত্তরের শরনার্থী” বই প্রদান করা হয়।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।