বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় গাঁজা সেবনের অপরাধে মাহামুদ(২২) নামের এক যুবককে তিন মাসের সাজা দিয়েছেন উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) যোবায়ের হোসেন। সে উপজেলার বলিহার গ্রামে জিন্না হেসেনের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, বুধবার(০৭-০২-১৮) দুপুর একটার সময় গোপন সংবাদের ভিত্তিতে চক আমোদপুর এলাকার একটি আম বাগানে গাঁজা সেবনের সময় অভিযান চালান উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোবায়ের হোসেন ।
ভ্রাম্যমান আদালতে অপরাধ স্বীকার করায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ