বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘা পৌর সদরের বাঘাবাজার থেকে ভ্যান চুরির সময় রুজদার নামের এক চোরকে আটক করেছে ভ্যানের মালিক নজরুল ইসলাম। আটক চোর বাঘা পৌরসভার কলিগ্রামের জুলমান প্রামাণিকের ছেলে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাঘা বাজারে আটকের পর জনতার হাতে মারধরের শিকার হয় ওই চোর। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ভ্যান মালিক নজরুল ইসলাম চারঘাট উপজেলার বাঁকড়া গ্রামের বাসিন্দা।
ভ্যানের মালিক জানান, তিনি ভ্যান রাস্তার পাশে রেখে পাশে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলার সময় অন্য একব্যক্তি নকল চাবি ব্যবহার করে ভ্যানটি চুরি করে চালিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় ভ্যানসহ রুজদারকে আটক করেন তিনি। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ বিষয়ে বাঘা থানার এসআই আবু তাহের বলেন, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।