বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় মীম খাতুন নামে সপ্তম শ্রেণির ছাত্রী বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। মঙ্গলবার(১৮-০৯-১৮) রাত সাড়ে ১২টায় বিয়ের প্রস্তুতিকালে ছেলের বাড়িতে অভিযান চালিয়ে এ বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়। জানা যায়, বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের রহিমান পুর গ্রামের জয়নাল আলীর মেয়ে মীম খাতুন (১৫)। সেখানে তাকে বিয়ে দিতে না পেরে বাঘা উপজেলার দিঘা গ্রামে নিয়ে আসেন। উপজেলার দিঘা গ্রামের নজরুল
ইসলামের ছেলে সোহান আলীর (১৬) সাথে বিয়ের প্রস্তুতি চলছিল তার বাড়িতে। এই সময় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা অভিযান চালিয়ে উভয়ের আত্নীয়দের আটক করে। পরে তাদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা নিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। তবে কাজী হানিফ মোল্লার বিয়ের রেজিষ্ট্রির বই জব্দ করা হয়েছে। পাশাপাশি মৌলানা আতিকুর রহমানকে সতর্ক করে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এই বাল্য বিয়ে বন্ধের বিষয়ে নিশ্চিত করেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে