রাজশাহীর বাঘায় যাত্রীবাহি বাসের চাপায় মজনু (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার কলিগ্রামের হায়দারের ছেলে। আহতরা হলেন, উপজেলার পান্নাপাড়া গ্রামের ভ্যান চালক শাহবাজ ও তার ভ্যানের দুই যাত্রী অশোক ও রাজন। আহত ভ্যান যাত্রীদের বাড়ি উপজেলার মিলিকবাঘা গ্রামে। আজ শুক্রবার দুপুর পৌণে ১২ টার দিকে উপজেলার বাঘা-আড়ানি সড়কের তেপুকুরিয়া-শ্রীরামপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাসের চালক সাজু পালিয়ে গেছে। বাস জব্দ করা হয়েছে ও সুপারভাইজার সুলতানকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেপুকুরিয়া-শ্রীরামপাড়া যাতায়াতের রাস্তা থেকে বাঘা-আড়ানি সড়কে মোটরসাইকেল নিয়ে উঠার সময় যাত্রীবাহি সোনারতরি নামের একটি বাসের (ঢাকা-মেট্রো-ব, ১৪-০১০০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল নিয়ে বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসের ধাক্কায় আহত হয় ভ্যানের দুই যাত্রীসহ চালক। বাসের সুপারভাইজার সুলতান জানান, নওগাঁ থেকে ছেড়ে আসা
বাসটি লালপুরের গ্রীনভ্যালি পার্কে বনভোজনে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়। রাস্তা ভুল করে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এ বিষয়ে বাঘা থানার এসআই জয়দেব বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এস/আর