বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দুই বছরের শিশু আবির হোসেন পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলার আড়ানী ঝিনা গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলা বাউসা ইউনিয়নের ধন্দ গ্রামের আমিরুল ইসলাম তার দুই বছরের ছেলে আবির হোসেনকে সাথে নিয়ে আড়ানী ঝিনা গ্রামে নানা ফজল আলীর বাড়িতে বেড়াতে আসে। দুপুরের খাবার খেয়ে বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করছিল। অসাবধানতা বশত: পাশে খালে পড়ে যায়। দুই ঘন্টা পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্রে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ঝিনা গ্রামের ও আড়ানী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক।
এ বিষয়ে আবির হোসেনের নানা ফজল আলী বলেন, নাতীকে নিয়ে আমার বাড়িতে বেড়াতে এসে এমন ঘটনা ঘটবে ভাবতে পারিনি। আমি কি জবাব দিব। তিনি এ কথা বলতে বলতে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।