বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ইট বোঝাই ট্রলির চাকায় পৃষ্ট হয়ে তামিম হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হিজলপল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে দক্ষিন মিলিক বাঘা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে তামিম হোসেনের মা আলফি বেগম তার শিশু সন্তানকে সঙ্গে করে উপজেলার হিজলপল্লী বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে রাস্তা পারাপারের সময় ইট বোঝায় ট্রলি চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু তামিম। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা ঘাতক ট্রলি আটক করলেও ড্রাইভার পালিয়েছে বলে জানা গেছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছি এবং জনগনের সহযোগীতায় ঘাতক ট্রলি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
খবর২৪ঘণ্টা.কম/রখ