1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাঘায় কবরস্থান থেকে কঙ্কাল চুরি - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

বাঘায় কবরস্থান থেকে কঙ্কাল চুরি

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্ুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

বাঘা  প্রতিনিধি: রাজশাহীর বাঘায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০-০২-১৮) গভীর রাতে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে। এদিকে রাতে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান,দুর্বৃত্তরা গভীর রাতে কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। গ্রামের পাখী বেগম পরেরদিন বুধবার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবর খোড়া অবস্থায় দেখতে পান। পরে গ্রামবাসীকে জানালে গ্রাামের লোকজন সেখানে গিয়ে কঙ্গাল চুরির বিষয়টি নিশ্চিত হন।
জানা গেছে,নাটোরের আত্রাই ধান কাটতে গিয়ে গত বছরের ১৩ মে বজ্রপাতে নিহত হয় ওই গ্রামের আফতাবের ছেলে মিলন। তার পিতা জানান, সেখান থেকে মিলনের মরাদেহ এনে পারিবারিক কবরস্থানে দাফন করে, চুরির ভয়ে চারিদিকে ইটের গাথুনি দিয়ে কবরটি বেঁধে দেন। ইটের নীচ  থেকে মাটি সরিয়ে কঙ্কালটি চুরি করে নেয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST