1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাঘায় অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেল দুই যাত্রীবাহী ট্রেন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ জানয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

বাঘায় অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেল দুই যাত্রীবাহী ট্রেন

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

বাঘা প্রতিনিধি : বাঘার আড়ানীতে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেল দুই যাত্রীবাহী ট্রেন। চালকের দক্ষতায় মাত্র ১৫ গজ দূরত্বে থাকতেই থেমে দেওয়া হয় ট্রেনটি। এতে অল্পের জন্য রক্ষা পান দুই ট্রেনের ১ হাজারের বেশি যাত্রী। জানা গেছে, আন্তঃনগর ট্রেন উত্তরা এক্সপ্রেস রাজশাহী রেলষ্টেশন থেকে পার্বতীপুর উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। আর খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী ঢুকছিল। বৃহস্পতিবার (২৮-১১-১৯) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে ষ্টেশনের অদূরে একই লাইনে উঠে মুখোমুখি হয় দুইটি আন্তঃনগর ট্রেন। এসময় উভয় আতংকিত হয়ে ছুটাছুটি করেন ট্রেনের যাত্রীরা । আড়ানী রেল ষ্টেশন সুত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা

ঈশ্বর্দীগামী সিক্র ডাউন মেইল ট্রেন আড়ানী রেল ষ্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। এই ট্রেনটি (কপোতাক্ষ আন্তনগর) ২ নম্বর লাইন ক্লিয়ার না পেয়ে, ১ নম্বর লাইনে উঠে পড়ে । যার ফলে ১ নম্বর লাইনে ষ্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির মুখোমুখি হতে যাচ্ছিল কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনটি। কপোতাক্ষ ট্রেনের চালক রুহুল আমিন সিরাজ ষ্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পেয়ে ১৫ গজ দুরে থামিয়ে দেন। দেরির কারণে মুখোমুখি হয় ১২টা ২০ মিনিটে। রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বর্দীগামী সিক্স ডাউন মেইল ট্রেনটি আড়ানী ষ্টেশনে পৌছে ১২টা ৪ মিনিটে। আর খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনটি আড়ানী ষ্টেশন অতিক্রম করার কথা ১১টা ৪৪ মিনিটে।
পয়েন্টম্যানের ভুলের কারনে এ দুর্ঘটনা ঘটেতে যাচ্ছিল বলে দাবি করেছেন আড়ানী ষ্টেশন মাস্টার একরামুল হক। আড়ানী ষ্টেশনের পয়েন্টম্যান রওশন আলী বলেন, পয়েন্ট ঠিক করতে যাওয়ার আগেই কপোতাক্ষ আন্তনগর ট্রেন আড়ানী স্টেশনের একই লাইনে ঢুকে পড়ে।
চালক রুহুল আমিন সিরাজ বলেন, আড়ানী ষ্টেশনে কপোতাক্ষ আন্তনগর ট্রেনের স্টোপেজ নেই। নিয়ম

অনুযায়ী ট্রেন চলছিল। আড়ানী রেল ষ্টেশনের পূর্ব দিকের পয়েন্ট পার হওয়ার পর দেখেন একই লাইনে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে। এ দেখে কৌশলে ট্রেনটি থামিয়ে দেন। সিক্র ডাউন ট্রেনের চালক রাজু আহম্মেদ বলেন, ওই ট্রেনটি আসার আগেই ষ্টেশনে তার ট্রেন দাঁড়িয়ে ছিল। তবে লাইন ক্লিয়ার না পেয়ে সেই লাইন দিয়ে আরেকটি ট্রেন ঢুকে পড়ে। ফলে ট্রেনের যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়।
কপোতাক্ষ আন্তনগর ট্রেনের পরিচালক আবুল হোসেন বলেন, প্রায় ৩৩ মিনিট পর ট্রেনটি পেছনের দিকে ব্যাক করে ২ নম্বর লাইন দিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনা জানার পর তাৎক্ষনিক ফোর্স নিয়ে আড়ানী ষ্টেশনে যান। যাত্রীদের মধ্যে আতংক দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST